Tag / Grandfather

    Loading posts...
  • ঈদ

    বিকেল গড়িয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে গ্রামের পথে। হিমেল বাতাস এ মাথার উপর অদ্ভুত বিহাল সুন্দর চাঁদ। পদ্মা নদীর মাঝে দেখা চাঁদ আর এই চাঁদ এর মাঝে কি অদ্ভুল মিল। ক্লান্তি আর মন খারাপ নিয়ে গরুর পিছে পিছে হেঁটে প্রায় রাত ১০টার দিকে আন্দুয়ায় ফিরি আমরা। বাড়িতে সবাই করছে আমাদের গরু মিউয়ে ফেরার। কাঁঠালতলির সেই পথে কত বার গেছি হিসেব নেই। পথের দুই ধারে বিশাল গাছ গুলি এখন হয়তো গ্রীষ্ম-বর্ষা পাড়ি দেয়। এখন কত গল্প জন্ম নেয় প্রতিদিন। আমার আর আমার দাদার গল্পটা আর হবে না এখানটায়। চোখগুলি বন্ধ করলেই দেখতে পাই দাদা আমার হাত ধরে আছে।