কথা ছিল …

কথা ছিল রোদ এলেই ভোর হবে
কথা ছিল ঘুম ভাঙলেই দেখা হবে
কথা ছিল দু’কাপ চায়ে গল্প হবে
কথা ছিল বাকিটা পথ সাথেই রবে
কথা ছিল দুপুর জুড়ে বৃষ্টি হবে
ভুলে গেছি শেষ দেখা ছিল কবে
কথা ছিল সব নীরবতায় গল্প হবে
তবু কেন শুধু দীর্ঘশ্বাস সাথী হবে?
কথা ছিল চেনা নদীর ঢেউ হবে
ভেসে যাব তোমার জলের বুক চিরে
কথা ছিল হয়তো কোথাও ফেরা হবে
চমকে যাওয়া দুটি চোখে কান্না রবে

_______________________________
মার্চ ১৮, ২০১৮, টরন্টো

প্রথমে ৪ লাইন ছন্দ মিলিয়ে কবিতা লিখে ছিলাম। পরে বিজয় মামুন এর উৎসাহে একটা পূর্ণ গান এর শরীর দাঁড়া করাই। যদিও মূল গানটি লেখার সময় অনেক গুলি ভার্সন ছিল। সুরের কারনে মূল লেখা থেকে অনেকটা সরে এসে শেষ পর্যন্ত এই কথা গুলি নির্বাচন করি। মজার ব্যাপার ছিল পুরা গানটা কখনোই একবারে লিখিনি। প্রতি ৪ লাইন লিখতে ১ সপ্তা করে সময় লেগেছিল। হটাত হটাত গানের কথা আসতো আর সেগুলি লিখে রাখতাম। শেষমেশ একটা কিছু দাঁড়িয়ে যায়। মার্চের শেষের দিকে (সম্ভবত ২৮ তারিখ) গানটা স্টুডিও রেকর্ড আমার কাছে আসে।

Share your thoughts