ফেলে আসা শৈশব খণ্ডঃ ১
কোন কিছু লেখার আগে ভাবি, একটা সূচনা থাকা উচিৎ কিন্তুু ওরকম কিছু লেখাটা বরাবরই বাতুলতা বলে মনে হয়েছে। সে যাই হোক মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ ছোট বেলার কথা ভাবি। তেমন উল্লেখযোগ্য শৈশব আমার নয়। আর সবকিছুই ঝাপসা হয়ে গেছে। খুব ধ্রুত স্মৃতি শক্তি হারিয়ে ফেলাটাও এর পেছনে একটা কারন হবে হয়তো।
খুব অদ্ভুত কারনে আমার শৈশবে যখন পরিপূর্নতা আসে সেসময় এর কোন স্মৃতিই আমার মনে নেই। আমি দেেখছি মোটা মুটি সবারই খুব ছোট বেলার কিছু ছবি থােক। েযগুলি পরে নানা ভাবে শৈশবের স্মৃতিচারনার উপায় হয়ে ওঠে। আমার কাছে এরকম ছবি আছে সর্বসাকুল্লে্য ২টি। তার মাঝে একটা এমন সময়ের ওই সময়ের কথা মনে না থাকাই যুক্তি যুক্ত। প্রচন্ড স্মৃতি ভ্রমের কবলে সব স্মৃতিই হারিয়ে যাচ্ছে। চেষ্টা করব অবশিষ্ট যা মনে আছে তা নথিবদ্ধ করে েফলতে।
নানার বাড়িতে জন্ম নেয়ার সুবাদে অতি অবশ্যই শৈশবের প্রাম্ভটা ওখানেই। কোন এক রমজান এর ঈদের আগের রাতে অস্বাভাবিক রকম খর্বাকার ও রোগা শারীরিক ৈবশিষ্ঠ্য নিয়ে ও সকলের দুশ্চিন্তার কারন নিয়ে ভূপতিত হাই। অপুস্ট হওয়ার কারনে ডাক্তার ও ঊষধ অামার শৈশবের খুব ঘনিষ্ঠ ছিল। এ সবই আমার মায়ের কােছ শোনা। ছোটবেলার ক্লান্তিকর আর একঘেয়ে অসুখের গল্প গুলি পর্যায়ক্রমে বলব।
_________________________________________
আমার বাংলা বানান এবং টাইপিং দুরদান্ত দুর্বল। এ ব্যাপারে সহযোগীতা করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখীত।