River Ink -এ স্বাগতম

সবাইকে সাদর আমন্ত্রন জানাচ্ছি RIVER INK -এর অনলাইন েহাম-এ। এই ওয়েবটির মূল আয়োজন আমার নিজস্ব কিছু ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন এবং ব্লগ নিয়ে। চেষ্টা থাকবে কিছু ভাল কাজ আপনাদের কাছে পৌঁছে দেয়ার। সময়ে অসময়ে আপনাদের ভাল লাগা – না লাগা ও মতামত আমার ব্লগে জানালে তা হবে অনুপ্রেরনার কারন।

ওয়েবটি তৈরীর পেছনের মানুষদের কথা না বল্লেই নয়। নাজমুস সাকিবকে (http://jadewits.com/) ধন‍্যবাদ দিলে তাকে ছোট করা হবে। ওয়েবসাইট-টি তৈরিতে সব থেকে বড় অবদান তঁার। ওয়েবসাইট-টির interface RIVER INK -এর করা।

_________________________________________

আমার বাংলা বানান এবং টাইপিং দুরদান্ত দুর্বল।
এ ব‍্যাপারে সহযোগীতা করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখীত।

Share your thoughts