ফেরা খণ্ড ঃ ১

সব ফেরাই আনন্দের হয় না। আবার শহরে ফিরে যাচ্ছি, পেছনে ফেলে আমার প্রিয় ছোট্ট গ্রামটাকে । যতবারই এভাবে ফিরে গেছি তখনই কি যেন কি কারনে মন খুব খারাপ হয়েছে ।
তীব্র অন্ধকার বেয়ে বয়ে যাওয়া পায়রার বুকে লঞ্চ এর হীম শিতল রেলিং পাশে একরাশ মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছি। দর্ীঘ প্রায় ৩ বছর পর বাড়ি ফিরে ছিলাম। এরই সেই সব প্রিয় পুরোনো মানুষ গুলির কেউ কেউ হারিয়ে গেছে আবার অনেকেই সেই আগের মতই আছে। জীবনের জ্বরা-দুঃখ, হাসি-আনন্দ গুলি সেই আগের মতই আছে এখানে। মাঝখানে শুধু যেন আমি কোথাও হারিয়ে গেলাম। আর অনেকটা পথ হঁেটে যখন বাড়ি ফিরে গেলাম তখন আমার জীবনও বদলে গেছে। সাথী হয়ে জীবনে প্রথমবারের মত যে পথ ধরল আমার সাথে সে আমার সহধর্মীনি।

দক্ষিন এর এই প্রবল উত্তাল নদীটার অনেক কিছুই বদলে গেছে । পশ্চিম এ দীর্ঘ চর জেগেছে । নদী তার গতি পথ বদলাবে তার সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে । দীর্ঘ সময় নিয়ে এই ভাঙ্গা গড়ার জগ্গ চলবে । কিছু মানুষের জীবনও এই ভাঙ্গা গড়ার অনিশ্চয়তার প্রহর গুনবে । আমার ধারণা তবুও এই মানুষ গুলি হেমন্তের সোনালী ধানের ডগার মতই সুখী আর পরিতৃপ্ত | সুখ-দুংখ লুকোবার এক দক্ষ কুশলী ।

1 Comment

Join the discussion and tell us your opinion.

Nazmus Sakibreply
August 12, 2012 at 2:22 am

শুরুর আগেই শেষ, এত ছোট কেন লিখা গুলো । টেনেটুনে আরেকটু বড় করা যায় না। তোর লিখার হাত কিন্তু বেশ ভাল ।

Leave a reply