Tag / এ শহর তোমার নয়

  Loading posts...
 • এ শহর তোমার নয়

  চিঠির পৃষ্ঠা জুড়ে ছিল অনেক অভিমানের কথা
  মুছে দিয়েছি সব তাচ্ছিল্লে ভরা প্রহসনে আর ঘৃনায়
  ভুলে গেছি যত সব উদ্ভট আকুলি-বিকুলি তোমার
  ঘৃনাকে লালন করেছি পালন করেছি অয়োমুখ কাঠিন্যে
  জন্ম দিয়েছি ঘৃণার মহীরুহ; গড়েছি ঘৃনার সৌধ
  ফুলে নয় থুতুতে ভেজাই হয়ে খুব মৌন
  রাজপথে আল্পনায় বিলবোর্ডে আর দেয়ালে চিকায়
  যেথায় তাকাবে তুমি দেখবে নিয়ে বিস্ময়

  ঘৃনায় মুড়ে দিয়েছি সব, এ শহর তোমার নয়