তোমার শহরে

এখন আকাশ ভেঙ্গে বৃষ্টি হলে
খুঁজবে কোথায় বলো আমায়
এখন বুকটা জুড়ে কান্না এলে
লুকাবে কোথায় বলো আমায়
তোমার শহর ভীষণ ফাঁকা
নিঃসঙ্গতার তেপান্তর জুড়ে
তুমি একা … ভীষণ একা
তোমার শহরে নেই যে আমি … 
__________________
কুইন্স পার্ক, টরন্টো
আগস্ট  ৩, ২০১৭ 

Share your thoughts