যাযাবরের বুক পকেটে ঘাসফুল
পুরোটা সময় জুড়ে অভিমানের সাথে খুনসুটি
একা একা নিয়ে সব না মেলা হিসেবের দায়
এখানে শুধুই মন খারাপের দিন রাত্রি হায়!
হয়ত আবার ফিরে যাব মেঘলা নদীর দেশে
গাংচিলের ডানায় রোদ মেখে
অতল জলে পানকৌড়ির পালকে ডুবে
একদিন তোমার ভুলে যাব ……
এলোমেলো পায়ে হেঁটে পেরিয়ে যাব
তোমার ভালবাসার সীমানা
চোখ মুছলেই পারবেনা ভুলতে কভু
তোমার গহিনে বয়ে চলা প্রমত্তা কান্নার নদী
যাযাবরের বুক পকেটে ঘাসফুল হয়ে
একদিন পাড়ি দেব রুপালি নদীর দেশ
ক্ষমা কর আমার ….. ভুলে যেও তুমি
এইত আমি আছি বেশ …..
ঢাকা, ডিসেম্বর ৩১, ২০১৩
1 Comment
Join the discussion and tell us your opinion.
beshi jossss