ফেরা

আবারো আমারা ফিরে এসেছি
তোমার উষ্ণতায়, ছায়ায়, পরিচিত ঘ্রাণে
আমাদের ফেলে জাওয়া বাসভূমে
দীর্ঘ মিছিল সাথে ছিল
কখনো সিক্ত ঘাসে, কখনো তপ্ত বালুতে
অথবা বনাঞ্চলের সবুজ ধারে

ভাঙ্গনের শেষে ….
এখন আবার হাত রাখছি চেনা বিশ্বাসের দেয়ালে
আমরা ফিরে এসেছি মায়েদের কাছে

ভয়াল দিনগুলিতে …
আনমনেই কল্পনায় যেমনটা আঁকতাম
দীপ্তিময়, সাহসী, স্নেহময়ী আর যত্নশীল আমাদের মায়েরা
ভাঙ্গনের বাঁকে বাঁকে আর বেভুল পথের মোড়ে
মায়েদের মুখ গুলি প্রবল মমতায় জাপটে ধরে
বারংবার ফিরে আসি এখানে
এখানে আমাদের শৈশবের পদ চিহ্ণ আছে
আছে অস্তিত্বের অনেক গভীরে প্রোথিত
মায়ায় বাঁধা স্নেহের শেকড়

 

_____________________
১৯ সেপ্টেম্বর,  বুধ ২০০২
ঢাকা কমার্স কলেজ, মিরপুর

Share your thoughts