এ শহর তোমার নয়

চিঠিতে লেখা থাকলো অনেক ভালবাসার কথা
এর সবই মোটামুটি মিথ্যে …
যেখানে লিখে ছিলাম “ভালবাসি”
কেটে বসিয়ে দাও অনিঃশেষ ঘৃনা করি …..
ঘৃনা করি পচে যাওয়া লাশের মত
ঘৃনা করি অমাবস্যার কুৎসিত রাতের মত

যত অনুনয় করেছি; করেছি যতটা প্রার্থনা
যতটা ক্ষমা চেয়েছি করেছি যতোটা অনুশোচনা
অনন্ত নক্ষত্রবীথির অসীমতার সমান ঘৃনা করি
আমার নষ্ট নোংরা মগজের আনাচে কানাচে ঘৃনার ছবি
পাঁজর জুড়ে অসহায় দগ দগে ক্ষত বেড়ে ওঠে
নিঃস্তেজ ক্রোধে অসহায় পরাজয়ে
একরাশ ঘৃনা নিয়ে ঘুমিয়ে গেছি ক্লান্তিতে

চিঠির পৃষ্ঠা জুড়ে ছিল অনেক অভিমানের কথা
মুছে দিয়েছি সব তাচ্ছিল্লে ভরা প্রহসনে আর ঘৃনায়
ভুলে গেছি যত সব উদ্ভট আকুলি-বিকুলি তোমার
ঘৃনাকে লালন করেছি পালন করেছি অয়োমুখ কাঠিন্যে
জন্ম দিয়েছি ঘৃণার মহীরুহ; গড়েছি ঘৃনার সৌধ
ফুলে নয় থুতুতে ভেজাই হয়ে খুব মৌন
রাজপথে আল্পনায় বিলবোর্ডে আর দেয়ালে চিকায়
যেথায় তাকাবে তুমি দেখবে নিয়ে বিস্ময়

ঘৃনায় মুড়ে দিয়েছি সব, এ শহর তোমার নয়

– ঢাকা, ৩০ সে মার্চ ২০১৩ রবি

Share your thoughts