পাড়ি
রক্তের গন্ধে ধুমায়ীত চেতনা
পাগলপ্রায় যাতনাও নিঃশ্বেসিত
পলকে দিচ্ছি পাড়ি স্মৃতির গলিপথ
চেনা জানা মুখেরা ভিড় করে থাকে
তীব্র আকাঙ্খা নিয়ে তাকিয়ে রয়
অহেতুক ভালবাসা আজ সব
দানা বেঁধেছে পাঁজর জুড়ে
গাট-ছড়া ধমনীর কোথাও
লোহিতের মুক্ত ধারা
ধীরে খুব ধীরেঃ নিঃশব্দে প্রায়
হারিয়ে যাচ্ছি কোথাও
ভবিষ্যত বলে আর কোনো ভাবনা নেই
নিঃশব্দের সাথে ধ্রুপদী সহবস্থান
ফ্রেমে নয়তো কোনো ইলাস্ট্রেশন-এ
কিছু খন্ড চিেত্র রয়ে গেলাম চির ভাস্মর হয়ে
তোমাদের জন্য রেখে গেলাম ?
আমার সব অনাগত বসন্ত
শীত বর্ষা কিংবা হেমন্ত !
(নভেম্বর ২০০৭, ঢাকা)