নদী

বহু আগে জন্ম তার আমাদের এই ব-দ্বীপে
আমার জানা নেই তার জন্ম কথা … বুক জুড়ে কি ব্যাথা
পাড় ভেঙ্গে পেরিয়ে গেছে বহু বাঁক
আমার জন্মের ইতিহাস বুকে নিয়ে
বয়ে যায় দিন,মাস আর বছরের হিসেবে

সে জানে সেই সব দিন গুলির কথা
যখন ভেসে গেছে তার বুক
নাম না জানা কোন যোদ্ধার রক্তে
মনে পড়ে তার ,থমকে গিয়েছিল সে মাতাল ঢেউ ভুলে
ঢেউয়ের চাদরে জড়িয়ে নিয়েছিল যোদ্ধাকে তার বুকে

অদ্ভুত সেই দিনের কথা মনে পড়ে তার
অসহায়-নিপীড়িত ক্লান্ত মানুষের দল
পেড়িয়ে গিয়েছিল তার বুক
পেছলে ফেলে সব হারানোর শোক
সেই বিবর্ণ কান্না আছে মিশে
আজও তার বুকে নীরবে ।।

Share your thoughts