এলোমেলো রূপসী দিনরাত্রি

এইসব রূপসী রাতের কথা
যেখানে কোন রূপকথা নেই
আসল চামড়ার ভাঁজে টাকাও নেই
মুঠোফোনে প্রেমিকার ক্ষুদেবার্তাও নেই
এখানে পরাজয়ের বাঁধানো ফ্রেমে
নিজের বিমূর্ত আত্মপ্রকৃতি …
আমার এইসব রূপসী রাতের কথা !

 

কাটছে দিন এলোমেলো
হাল্কা সাদা বুড়ো চুলগুলো
রাফখাতাতে নিত্য নতুন ভুলগুলো
ডানা ভাঙ্গা পাখির মত ইচ্ছে গুলো

দিন রাত্রির হিসেব কষে
মেলেনা হিসেব দিনটা শেষে
মাথার ভেতর অন্য ভুবন
ইচ্ছে হলেই রংধনুর প্লাবন
সস্তা আমার চলতি জীবন
বিকিয়ে যাচ্ছি খুব সহসায় …

 

________________________
ঢাকা, উত্তরা
১৪ মার্চ – ২১ মার্চ ২০১৫

Share your thoughts