ভালবেসেছি !
পাথরের মত নিরেট হৃদয়কেও ভালবেসেছি
ক্ষমাহীন অস্পৃশ্য হৃদয়েও মুগ্ধতা ছড়িয়েছি
চির অচেনা হৃদয়টার নিঃসঙ্গতাকেও ছুঁয়ে গেছি
আমার জন্য কোন গানের শেষ লাইন নেই
কিংবা নেই কোন হারিয়ে জাওয়া বিকেলের গল্প
আমার জন্য নেই তোমার কিংবা তোমাদের আয়োজন
অথচ জেনেছি শুধুই নিজের জন্য আমার আমি …
অথবা কোন নিঃসঙ্গ প্রতিবিম্বের দেয়ালে জুড়ে
নিজেকেই ভালবাসি … অনেক ভালবাসি…