ভ্রম
বিক্রি হচ্ছে সব কিছুই বিলাসিতার মোহে
যেমন আমার সব প্রিয় মুহূর্ত গুলি বিক্রি হচ্ছে
তোমার সস্তা হাসির মোহনীয়তায়
বিক্রি হচ্ছে আমার হৃদয় ছলনার গোপনীয়তায়
বিকোচ্ছি নিজেকে অভাবনীয় সস্তায়
নগরের দেয়াল করেছে আস্তর
কোথাও বিদ্রোহ কিংবা কোথাও বিগ্রহ
কোথাও নিমন্ত্রণ কিংবা কোথাও স্লোগান
এইসব আমাদের চেনা-অচেনা অজানা বাগান
দিন শেষে অন্ধকারে সবই ম্লান
ঠিকানা ভুলে পথ গুলি হারিয়ে যাচ্ছে
স্মৃতির ফাঁদে মুখ গুলি তলিয়ে যাচ্ছে
এই বাগানে ফুল ফুটে ঝরে যাচ্ছে
দিন শেষে রাত আরো গভীর হচ্ছে
অপার আঁধার আরো গভীর অন্ধকারে হারাচ্ছে
নিমগ্ন বিষাদের প্লাবনে ম্লান গগন জুড়ে
ভুলের বুকে কান পেতে বিভোর ঘুমে মগন
আমার সব চেতনা …
তোমার সস্তা হাসিতে বিভোর যখন
নিথর আকাশের মত একলা এখন
ভুলে গেছি সব, ভুলে গেছি!
আহা! জীবন
|| ঢাকা, এপ্রিল ২০০৭