শুন্যতা
এখন এই সময় গুলিতে ……..
যখন বাইরে রোদের ভীষণ উত্তাপ নেই
মেঘ আর মেঘের কান্নার বিষন্ন দিন
আমি চোখের দৃষ্টি বন্ধ করে নিয়েছি
আহত ভাবনা গুলি তোমার অন্বেশায়
বারংবার শূন্যতায় তোমাকে খুঁজে বেড়ায়
মহাকালের একলা ঘরে আমার বসবাস
সীমাহীন শুন্যতা আমার এই ঘর জুড়ে
দিনরাত খুব চেনা বন্ধুর মত আগলে রাখে
নিরুদ্রপ সময় তার চলার পথের হিসেব কষে
যাকিছু জাগতিক তাই হাসি ও পরিহাসে ….
শুধুই হৃদয়হীন শুন্যতা আমার ভাবনা ঘেঁষে
আমাকে কোনো এক গল্প শোনায় ….
সেই গল্পে আমি বারংবার রিক্ত আর শূন্য
আমার দিন শেষের রাত আর রাতের পরে দিন
শুন্যতার হিসেবে সময়ের হিসেব অর্থহীন
হয়তোবা তাই আর সময়ের হিসেব রাখি না
– ঢাকা, ডিসেম্বর ২০০৬