নিখোঁজ

অতপর একদিন …….
ঢেউভাঙ্গা কান্নাকে খুন করেছি
আততায়ীর মত পেছন থেকে মুখ চেপে
আকুল আবেগে আর কাঁদিনি কোনদিন
ঠিক যেন নিরেট প্রতিবিম্বের মতই
গতানুগতিক আবেগহীন আমার
অতীত, বর্তমান কিংবা ভবিষ্যত

ভেঙ্গেছি যতোটা; ফুরিয়েছি ততোটা
জন্মেছি আজন্ম একাকিত্বের দায়ভারে
আমার মুখর বাতায়ন; নিশব্দের কোলাহলে
নিরেট অন্ধকারে আঁকি নিজের প্রতিবিম্ব
আর মাঝে সাঝে …..
স্মৃতির মানচিত্রের অলিগলিতে
একলা ভেসে যাওয়া স্রোতে
থমকে খুঁজি তোমাকে

 

ঢাকা, জানুয়ারী ২৫, ২০১৩

Share your thoughts