বিবাগী বাতাস
ও দূরের বিবাগী বাতাস
তোমাকে মনে পড়ে
নিসঃঙ্গ রাতের নিরব হাইওয়েতে
জে্যাৎস্নার আলোয় নাম না জানা প্ল্যাটফর্মে
অচেনা নদীর ধারে শেষ বিকেলে
পুরনো কার্নিশের ধারে ক্লান্ত হলে
এই চার দেয়ালের এক জানালা ভরে
আমার ঝাপসা হয়ে আসা দৃষ্টি জুড়ে
ও দূরের বিবাগী বাতাস
ছুটে আস কোন বিষাদের ডানা মেলে
এলোমেলো করে হারিয়ে যাও সব ভুলে
তোমাকে মনে পড়ে ….