পহেলা জুলাই ২০১৩

আমি ও আমার কন্যা সাফিয়া
আমি ও আমার কন্যা সাফিয়া

২০১৩ পহেলা জুলাইয়ে আমার জন্মদিনে পেঙ্গু আর আমি। এখন সে একাই হাঁটে। তার মা আমার জন্য একটি বিশেষ কেক বানিয়ে ছিল এবং সেটি কিন্ডার চকলেট স্বাদের মজাদার কেক ছিল। আমি আর বুতু সেই কেকটি কেটে ছিলাম বটে। কথা যদিও বলা তেমন শিখেনি। কিন্তু বাবাকে তার চমকে দেয়ার নানা রকম কায়দা জানা আছে। তার নতুন নতুন সব আবিষ্কার বাবাকে দেখাতে হবে। চকলেট তার ভিশন পছন্দ। “বুতু বাবাকে আদর কর” বললেই সে ছোট্ট একটি চুমু এঁকে দিবে বাবার গালে। এখন তার কাছে পৃথিবীর সব পাখিই কাক। সব কিছুই সে তার বাবার জন্য নিয়ে আসবে টেনে হিচড়ে। দেখাতেই হবে সব। মজার কিছু হলেই হাত তালি দিয়ে সে বোঝাতে চাইবে সে ব্যাপারটায় আনন্দ পেয়েছে। বাবার গালটা টেনে সে হয়ত কিছু একটা দেখাতে চাইবে।

– ঢাকা, রামপুরা, পহেলা জুলাই ২০১৩ –

 

 

1 Comment

Join the discussion and tell us your opinion.

turaGreply
September 8, 2013 at 12:36 am

wow (Y) penGu ^_^ cwet cwet :’)

Leave a reply