রৌদ্র চুরি
কি ভীষণ অবাক বিস্ময়ে; প্রগার মমতায়
অসীমের বুকে জমেছে মেঘের ভালবাসা
ক্ষণিক আগেও দৃষ্টির তেপান্তর জুড়ে ছিল
এক ফালি আকাশ …
তোমার রং জ্বলা নীলচে ধূসর শাড়ির মত
যেথায় এখন অসীমে ভালোবাসার লুকোচুরি
মৃদু গম্ভীর নিমন্ত্রণ সঙ্গীত বেজে চলেছে হেথায়
প্রবল উল্লাস ধ্বনিতেছে ধরণীর পরে বৃক্ষ শাখায়
সবুজ প্রাণও বুঝি আজ পেতে চায় …
পেতে চায় অসীমের সিক্ত পরশ
কতকাল পরে আবার মিলনের ক্ষণ
অহেতুক ক্ষোভে; বুক ভরা শোকে
আমার বিবর্ণ ধূসর প্রাণও আজ ভেসে যায়
সূর্য মেঘের রৌদ্র চুরির খেলা দৃষ্টির সীমানায়
ভেসে যায় … সময়ের পাঁজরে বিলীন হয়
_____________________
২২ অক্টোবর, বৃহস্পতি ২০০২
ঢাকা কমার্স কলেজ, মিরপুর